মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা পরিবারের সদস্যদের বৃত্তি দিল বাংলাদেশ

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রবৃত্তি’ তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নয়াদিল্লি, ভারত, ২৬ অক্টোবর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাসদস্যদের পরিবারের স্কুলপড়ুয়া সন্তানদের বার্ষিক বৃত্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রবৃত্তি’ তুলে দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।

গত বছর ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৃত্তি চালু করেছিলেন। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে শহীদ ভারতীয় সেনাসদস্যদের ছেলেমেয়েদের হাতে বৃত্তি তুলে দিয়েছিলেন তিনি। এ বছর ২০০ জনকে বৃত্তি দেওয়া হয়। প্রতীকী হিসেবে বৃহস্পতিবার ১০ জন পড়ুয়ার হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও ভারতীয় জওয়ানদের সংগ্রামের উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, তাঁর আশা বৃত্তিপ্রাপ্ত ছেলেমেয়েরা তাঁদের পূর্বপুরুষের বীরত্ব ও সাহসিকতা স্মরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণ করবে।
ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট এই বৃত্তির জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই উদ্যোগ পরবর্তী প্রজন্মকে দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী।