কাল ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মার্কটেক ৫.০ কংগ্রেস-২৩’

‘চতুর্থ শিল্পবিপ্লব অভিমুখে মার্কেটিং’ স্লোগানে পেশাজীবীদের সংগঠন মার্কেটার’স ইনস্টিটিউট, বাংলাদেশ আয়োজন করছে ‘মার্কটেক ৫.০ কংগ্রেস ২৩’ শীর্ষক অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগে অনুষ্ঠিত হবে।

ভিন্নধর্মী এ আয়োজনে সারা দেশের মার্কেটিং পেশাদার, প্রযুক্তিবিশেষজ্ঞ, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও শিল্পনেতারা মিলিত হবেন। অনুষ্ঠানে দেশসেরা মার্কেটিং প্রফেশনাল স্পিকারদের একটি গতিশীল পরিকল্পনা উপস্থাপন করা হবে; যাঁরা ‘মার্কটেক ৫.০’-এ সর্বশেষ প্রবণতা, কৌশল ও সরঞ্জামগুলোর বিষয়ে তাঁদের অন্তর্দৃষ্টি ও অভিজ্ঞতার আলোকে বিস্তারিত আলোচনা করবেন।

এ অনুষ্ঠানে দুটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হবে। একটি হলো, ‘মডার্ন মার্কেটিং ফিলোসফি’ বা আধুনিক বিপণন–দর্শন, অন্যটি ‘মার্কেটিং টুওয়ার্ডস ফোরআইআর’ বা চতুর্থ শিল্পবিপ্লব অভিমুখে মার্কেটিং। মূল বিষয়ের একটি উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অন্য দুটি উপস্থাপন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

এ ছাড়া অতিথি বক্তা হিসেবে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. এ বি এম শহীদুল ইসলাম ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ভোক্তা পণ্য বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর।

স্বাগত বক্তব্য দেবেন মার্কেটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ড. শরিফুল ইসলাম দুলু। প্যানেল পরিচালনা করবেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ।

অনুষ্ঠানে সম্মানিত প্যানেল স্পিকার হিসেবে থাকবেন হামিদ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের অধ্যাপক ড. রিদওয়ানুল হক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, ফিওনা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জি এম কামরুল হাসান, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তালাত রহিম।
এ আয়োজনের সহযোগিতায় থাকবে দৈনিক প্রথম আলো।