জ্যেষ্ঠ সাংবাদিক শামিম আহমদ আর নেই

শামিম আহমদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক শামিম আহমদ আর নেই। আজ সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামিম আহমদের বয়স হয়েছিল ৬৮ বছর। শামিম আহমদ বার্তা সংস্থা ইউএনবির সাবেক চিফ অব করেসপনডেন্টস ও সিটি এডিটর ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদে মরহুমের জানাজা হয়। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শামিম আহমদের মৃত্যুতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।