৫৯২ কোটি ডলার চায় পিডিবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল জোগাড় করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা ডলারের সংকটে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি বিদেশি বিদ্যুৎকেন্দ্রের বিল ও ঋণের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না। গত অর্থবছরের বকেয়া ও চলতি অর্থবছরের জন্য ৫৯২ কোটি ডলার লাগবে বিদ্যুৎ খাতে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ইতিমধ্যে ডলারের চাহিদা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জ্বালানির অভাবে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লোডশেডিং করা হয়। এ বছরও এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় একটা সময় ব্যাপক হারে লোডশেডিং করা হয়েছে। ডলারের জোগাড় করা না গেলে আবারও লোডশেডিং করতে হবে।

বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, জুলাই থেকে ডলার সরবরাহ পরিস্থিতি ভালো হবে, এমনটাই প্রত্যাশা তাঁদের।

পিডিবি বলছে, ভারত থেকে বর্তমানে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এর সঙ্গে গত মার্চ থেকে যুক্ত হয়েছে ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানির বিদ্যুৎকেন্দ্র। গত বছর আমদানি করা বিদ্যুতের বিল দিতে আরও সাড়ে ৪৭ কোটি ডলার দরকার। চলতি বছরের জন্য লাগবে প্রায় ১৭৬ কোটি ডলার। ডিজেলভিত্তিক এক হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের বিল দিতে গত বছরের বকেয়া শোধে লাগবে ১৬ কোটি ডলার। আর চলতি বছরের জন্য দরকার হবে ৩ কোটি ৭৭ লাখ ডলার। তবে জুনের পর অধিকাংশ ডিজেল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার কথা। যদিও মেয়াদ বাড়াতে চেষ্টা করছেন এসব কেন্দ্রের মালিকেরা।

বর্তমান পরিস্থিতিতে এ ডলারের জোগাড় করা কঠিন। তাই লোডশেডিং থেকে শিগগিরই মুক্তি মিলবে না।
খন্দকার গোলাম মোয়াজ্জেম, জ্যেষ্ঠ গবেষণা পরিচালক, সিপিডি

বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি তেল আমদানির বিল ইতিমধ্যে প্রায় ৫৬ কোটি ডলার বকেয়া পড়েছে। এটিসহ জ্বালানি তেলের বিল পরিশোধে পিডিবির লাগবে ৮৯ কোটি ডলার। বর্তমানে জ্বালানি তেলের অভাবে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সক্ষমতা অনুসারে উৎপাদন করা যাচ্ছে না। অনেক কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। এ বছর জ্বালানি তেল আমদানি করতে দরকার হবে ২৫ কোটি ডলার।

যৌথ উদ্যোগে নির্মিত ও বেসরকারি খাতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লা আমদানির বকেয়া বিল হিসেবে পিডিবির চাহিদা ৫৭ কোটি ডলার। পায়রা বিদ্যুৎকেন্দ্রের ১৮ কোটি ডলার বিল বাকি। রামপাল বিদ্যুৎকেন্দ্রে চার কোটি ডলার পাওনা আছে। চলতি বছর কয়লা আমদানির জন্য দরকার হবে ১৫১ কোটি ডলার। যদিও খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশীয় চারটি কয়লাখনি ফেলে রেখে আমদানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। দেশের কয়লা উত্তোলন করা হলে আমদানির চাপ কমত।

বিদেশি ঋণে (এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি) নির্মিত পিডিবির বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি মাসে কিস্তি পরিশোধ করতে হয়। গত বছরের এ কিস্তি পরিশোধে আরও ৭ কোটি ডলার লাগবে পিডিবির। চলতি বছর একই খাতে পিডিবিকে পরিশোধ করতে হবে প্রায় ১৫ কোটি ডলার। এ ছাড়া পিডিবির নিজস্ব কিছু বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ সেবা নিশ্চিত করতে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি আছে। এ খাতে আরও প্রায় দেড় কোটি ডলার পরিশোধ করতে হবে। চলতি বছর দরকার হবে প্রায় তিন কোটি ডলার।

এক বছর ধরেই ডলার–সংকটে ভুগছে বিদ্যুৎ-জ্বালানি খাত। ডলারের অভাবে কয়লা আমদানি করতে না পারায় মাঝে এক মাস বন্ধ রাখতে হয়েছিল রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। কয়লার বিল বকেয়া রাখায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের কয়লা সরবরাহ বন্ধ হয়ে যায়। এ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকে এক মাস। আরেকটি ইউনিট ২০ দিন বন্ধ রাখা হয়। পরে আবার তা চালু করা হয়েছে।

জ্বালানি তেল আমদানি করতে নিয়মিত ঋণপত্র খুলতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। একইভাবে এলএনজি আমদানি ও বিদেশি কোম্পানির গ্যাস বিল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা।

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় ঘাটতি নেই। দিনে সর্বোচ্চ চাহিদা তৈরি হয় ১৬ হাজার মেগাওয়াট। উৎপাদন সক্ষমতা আছে ২৪ হাজার মেগাওয়াটের বেশি। কিন্তু জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। গড়ে ২৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা জ্বালানির অভাবে বন্ধ রাখতে হচ্ছে।

দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে গত ১৯ এপ্রিল, ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট। তবে তিন মাস ধরে গড়ে উৎপাদন করা হচ্ছে সাড়ে ১১ হাজার মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন করা হচ্ছে সাড়ে ১৪ হাজার মেগাওয়াট। ডলার–সংকটে জ্বালানি আমদানি ব্যাহত হলে গত বছরের মতো এবারও জুলাই থেকে লোডশেডিং করতে হবে। কিছুদিন ধরে টানা বৃষ্টি থাকায় এখন বিদ্যুৎ চাহিদা কম আছে।

দৃষ্টি আকর্ষণ করা হলে সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে গেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার দরকার। বর্তমান পরিস্থিতিতে এ ডলারের জোগাড় করা কঠিন। তাই লোডশেডিং থেকে শিগগিরই মুক্তি মিলবে না। এটি আরও কিছুকাল ধরে চলতেই থাকবে।