যেতে হবে বহুদূর

শিখো ও প্রথম আলোর আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সনদ হাতে শিক্ষার্থীরা। গতকাল ঝালকাঠি শহরে ফাতেমা কনভেশন সেন্টারে
ছবি: সাইয়ান

আরও বহুদূর যেতে হবে। শুধু জিপিএ-৫ পেলেই হবে না, একজন ভালো মানুষ হতে হবে। মানুষের কল্যাণে কাজ করতে হবে। তোমরাই একদিন এ দেশের হাল ধরবে। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

গতকাল শনিবার ঝিনাইদহে প্রথম আলো-শিখো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। এদিন ঝালকাঠিতেও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

ঝিনাইদহে অনুষ্ঠান হয় জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে। সকালে কৃতী শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরে যায় অনুষ্ঠানস্থল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট আর নাশতার প্যাকেট নিয়ে চেয়ারে বসে পড়ে শিক্ষার্থীরা।

কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস। গতকাল সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে
ছবি: আলীমুজ্জামান

সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। বন্ধুসভার উপদেষ্টা সাকিব মো. আল হাসানের উপস্থাপনায় অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে নাচ, গান, কবিতা আবৃত্তি।

শিক্ষাবিদ এন এম শাহজালাল বলেন, ভালো ফলের পাশাপাশি ভালো মানুষও হতে হবে। পড়ালেখা শিখে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

আগা খান পুরস্কারপ্রাপ্ত স্থপতি খন্দকার হাসিবুল কবীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের একদিন এ দেশের হাল ধরতে হবে। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।’

প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি বলেন, প্রথম আলো শুধু মেধাবীদের সংবর্ধনা দেয় না; যারা অসহায়-দরিদ্র, তাদের মেধাবৃত্তি দিয়ে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু ভৌমিক, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের মালিক মোয়াজ্জেম হোসেন, বন্ধুসভার উপদেষ্টা আবদুল্লাহ আল মাসুম, ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি হাসান মোহাম্মদ আল ইমরান।

‘সামনে আরও বড় চ্যালেঞ্জ’

ঝালকাঠিতে কৃতী সংবর্ধনা দেওয়া হয় শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ঝালকাঠি বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ইয়াসমিন ও নির্বাহী সম্পাদক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম বলেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো চারিত্রিক গুণাবলি অর্জন করতে হবে।

ঝালকাঠি সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ইলিয়াস ব্যাপারী কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। সেখানেও সফল হতে হবে। পাশাপাশি মা-বাবার প্রতিও খেয়াল রাখতে হবে।

নারীনেত্রী ইসরাত সুলতানা বলেন, সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই পথ ভুল করলেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যাবে।

প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা বলেন, মুখস্থ বিদ্যাকে না বলে সৃজনশীল মেধাকে কাজে লাগিয়ে ভালো ফল করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদ, সরকারি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি আক্কাস সিকদার, ব্যবসায়ী ছবির হোসেন, কৃতী শিক্ষার্থী রবিউল ইসলাম ও সাথী আক্তার।

সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য ছিল ক্রেস্ট, সনদ, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং ‘শিখো’র সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।

৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। এতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।