দেশে গণপরিবহনের অভাব উবারের সফলতার অন্যতম কারণ: সালমান এফ রহমান

‘বাংলাদেশের অর্থনীতিতে উবারের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদন আজ রোববার প্রকাশ করা হয়েছে
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সেবার মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে ৪ হাজার ৫০০ কোটি টাকা যুক্ত হয়েছে। এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। বাংলাদেশে গণপরিবহনের অভাব উবারের এই সফলতার অন্যতম কারণ বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের অর্থনীতিতে উবারের প্রভাব’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তুলে ধরে উবার বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ‘পাবলিক ফার্স্ট’ গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বাংলাদেশের অর্থনীতিতে উবারের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, উবারের এই সফলতার অন্যতম কারণ—বাংলাদেশে গণপরিবহনের অভাব। বাংলাদেশে যাঁরাই প্রথমবারের মতো আসেন, তাঁরা সব সময় এখনে ট্যাক্সি না থাকার প্রসঙ্গ তোলেন। এই জায়গাতে বড় একটি বিরতি ছিল। তবে এই গ্যাপ পূরণ করেছে উবার।

সালমান এফ রহমান বলেন, যাত্রা শুরুর পর থেকে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে উবার। প্রতিষ্ঠানটি সারা দেশেই সেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি। উবারের মতো অন্য প্রতিষ্ঠানও এই ধরনের সেবা নিয়ে এগিয়ে আসবে বলে প্রত্যাশা তাঁর।

অনুষ্ঠানে পাবলিক ফার্স্টের নীতি ও গবেষণাবিষয়ক পরিচালক জোনাথন ডুপন্ট প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গবেষণার অংশ হিসেবে অনলাইনে ১ হাজার ২৯ জন গ্রাহকের ওপর জরিপ চালানো হয়। এ ছাড়া ৯৮৭ জন চালক জরিপে অংশ নেন।

উবার জানিয়েছে, বাংলাদেশে উবারের ২০ লাখ গ্রাহক আছে। সবচেয়ে বেশি উবার ব্যবহার হয় অফিসে যাওয়ার ক্ষেত্রে। বন্ধু ও পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যও বেশি উবার ব্যবহার হয়।

রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি বলছে, উবার বাংলাদেশের মাধ্যমে ভোক্তাপর্যায়ে ৭ হাজার কোটি টাকা উদ্বৃত্ত হয়েছে, যা জিডিপির শূন্য দশমিক ২৫ শতাংশ।

উবার বলছে, তাদের প্রতি ৬টি ট্রিপের ১টি গণপরিবহনের সঙ্গে যুক্ত। বছরে যাত্রীদের ১ কোটি ৭০ লাখ ঘণ্টা সাশ্রয় হয়েছে তাদের সেবা ব্যবহারের মাধ্যমে।

যাত্রী ও চালকদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ৯৫ শতাংশ যাত্রী উবার ব্যবহারে স্বস্তি, নিরাপত্তা ও সময় বাঁচানোর কথা জানিয়েছেন। গণপরিবহনের অভাব থাকার কারণে ৮৫ শতাংশ যাত্রী উবার বেছে নিচ্ছেন। নারী যাত্রীদের ৭২ শতাংশ জানিয়েছেন, উবার ব্যবহারের ফলে রাতে গন্তব্যে ফেরা সহজ হয়েছে। ৮৪ শতাংশ যাত্রী জানিয়েছেন, উবারের সেবার কারণে তাঁরা গাড়ি না কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

উবারের ৭৩ শতাংশ চালক ২০২১ সালে বাড়তি ৫২ দশমিক ২ কোটি টাকা আয় করতে পেরেছেন। এ ছাড়া চালকদের ৭৩ শতাংশ উবার অ্যাপ ব্যবহারে সন্তুষ্টি ও ২০ শতাংশ অসন্তুষ্টির কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে উবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের সিনিয়র ডিরেক্টর মাইক অরগিল বলেন, এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো চালক, যাত্রী ও অর্থনীতির ওপর উবারের সার্বিক প্রভাব দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, উবারের দক্ষিণ এশিয়ার পরিচালক (রিজিওনাল অপারেশন) শিভা শৈলেন্দ্রন, বাংলাদেশ ও পূর্ব এশিয়ার প্রধান মোহাম্মদ আলী আরমানুর রহমান।