কুষ্টিয়ায় আড়ংয়ের ২৭তম আউটলেট উদ্বোধন

কুষ্টিয়ায় আড়ংয়ের ২৭তম আউটলেট যাত্রা শুরু করেছে। আজ শনিবার আউটলেটটির উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় আড়ং ও এর মূল প্রতিষ্ঠান ব্র্যাকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আড়ং এসব তথ্য জানিয়ে বলেছে, দুই তলাবিশিষ্ট এই আউটলেটে পোশাক, বাড়ির সাজসজ্জা, গয়নাসহ আড়ংয়ের ‘সাব ব্র্যান্ড’ তাগা, তাগা ম্যান ও  আড়ং আর্থের পণ্য পাওয়া যাবে।

এ ছাড়া গ্রাহকেরা পাঁচ হাজার বা তার বেশি টাকা কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’ সদস্য হতে পারবেন। এর মাধ্যমে বছরব্যাপী বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’ আছে এমন ব্যক্তিরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন ৭ এপ্রিল পর্যন্ত।

আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম বলেন, ‘গ্রাহকদের চাহিদা মেটানো এবং দেশীয় কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারা দেশে আড়ং তার পরিধি বিস্তৃত করে আসছে। কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা গর্বিত ও  আনন্দিত।’