যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে আটকা পড়লেন বিমানের ১৬০ যাত্রী
যাত্রী নিয়ে দিল্লি থেকে উড্ডয়নের আগমুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ওই ফ্লাইটের ১৬০ জন যাত্রী সেখানে আটকা পড়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটের যাত্রীদের আনার জন্য ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।
বিমানের মুখপাত্র ও উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি উড়তে পারছিল না। তাই আরেকটি উড়োজাহাজে প্রকৌশলীসহ প্রয়োজনীয় কর্মীদের পাঠানো হয়েছে। ঢাকা থেকে পাঠানো উড়োজাহাজে আটকে পড়া যাত্রীদের আনা হবে। ত্রুটি সারানোর পর আটকে পড়া উড়োজাহাজটি ঢাকায় আনা হবে।