অন্তর্বর্তী সরকারের সহায়তায় নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
দেশে অন্তর্বর্তী সরকারের সহায়তায় শান্ত অবস্থা ফেরানো ও নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে বিশ্ব সংস্থার মহাসচিবের মুখপাত্রের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে। এমন প্রেক্ষাপটে নারী, তরুণ ও দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলোয় প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব গুতেরেস বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছেন এবং তাঁদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সব ধরনের সহিংসতার ঘটনায় একটি পূর্ণাঙ্গ, স্বাধীন, পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।