ঋণখেলাপি দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি

চট্টগ্রামে ঋণখেলাপির মামলায় দুই ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁরা হলেন ইলিয়াস ব্রাদার্সের সাবেক পরিচালক এমইবি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিনুল করিম ও এমইবি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার।

আজ বৃহস্পতিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। এমইবি গ্রুপ ভোগ্যপণ্য বাজারজাতকরণের একসময়ের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যাংকের পাওনা তথা ঋণের জামানত হিসেবে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক নেই, যে নিলাম বিক্রয়ের মাধ্যমে ভবিষ্যতে ব্যাংকের পাওনা সমন্বয় করা যাবে। বিবাদীরা বিদেশে চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তাই আদালত ঢাকা ব্যাংক থেকে নেওয়া ১০ কোটি ১৯ লাখ টাকার ঋণখেলাপির মামলায় দুই ব্যবসায়ীর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন।

তাঁরা যাতে দেশ ছেড়ে যেতে না পারেন, সেই জন্য আদালত ঢাকার বিশেষ পুলিশ সুপারকে (অভিবাসন) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।