আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে গতকাল শনিবার আইএফআইসি ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।
সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির ও কাজী মো. মাহবুব কাশেম। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকেরা, বিভিন্ন বিভাগের প্রধান ও সারা দেশের সব শাখার ব্যবস্থাপকেরা অংশ নেন।
এ সময় আলোচকেরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন।