ভোটাধিকারের দাবিতে পথে নেমেছে ছাত্রসমাজ

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ভোটাধিকারের দাবিতে ছাত্রসমাজ’–এর ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সমাবেশ করেন
ছবি: শুভ্র কান্তি দাশ

দেশে একটি ভয়ের সংস্কৃতি গড়ে উঠেছে। মানুষ সাহস করে সত্যি কথা বলতে পারছেন না। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়নি। আসন্ন নির্বাচনে ভোটাধিকার নিয়ে মানুষ শঙ্কিত। ভোটাধিকারে জন্য ছাত্রসমাজ পথে নেমেছে। ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে রাজপথে নামতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ভোটাধিকারের দাবিতে ছাত্রসমাজ’–এর ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখান থেকে এ আহ্বান জানানো হয়। ছাত্রসমাজের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরমানুল হকের সভাপতিত্বে সমাবেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকিব হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তবিবুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তাইরান আবাবিল ও লামিয়া ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের জামান কবির, ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে মাহমুদুল হাসান, পলিটেকনিক ইনস্টিটিউটের সাকিবুল ইসলাম প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সরকারের অধীন অনুষ্ঠিত বিগত দুটি নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের অনেকে ২০১৮ সালের নির্বাচনে প্রথম ভোটার হয়েছিলেন কিন্তু ভোট দিতে গিয়ে দেখেন, অন্য কেউ তাঁর ভোট দিয়েছেন। এবারও অনেকে নতুন ভোটার হয়েছেন। তাঁরা নিজেদের ভোটের অধিকার ফেরত চান। বিগত দুটি নির্বাচনের অভিজ্ঞতায় দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন তাঁরা। তাই তাঁরা নির্দলীয় সরকারের অধীন নির্বাচন চান।

সমাবেশে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন ছাত্রলীগ (জেএসডি) সভাপতি তৌফিক উজ জামান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মঈন আহমেদ।

সমাবেশে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন দাবি–সংবলিত প্ল্যাকার্ড
ছবি: শুভ্র কান্তি দাশ

নেতারা বলেন, ১৯৫২ সাল থেকে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত দেশের সব আন্দোলন–সংগ্রামে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার ৫২ বছর পরে ছাত্রদের ভোটাধিকারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে। শাসক দল মানুষকে শুধু ভোটাধিকার থেকে বঞ্চিতই করেনি, তাদের অনুগত ছাত্রসংগঠন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হল দখল করে রেখেছে। তাদের অনুগত না হলে সাধারণ ছাত্ররা হলে থাকতে পারছেন না। অন্যদিকে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। সব মিলিয়ে এক দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, তাঁদের এ আন্দোলন চলতে থাকবে। আগামী এক মাস সারা দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ছাত্রদের পক্ষ থেকে প্রচার চালানো হবে। এরপর ঢাকায় একটি বড় সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

সমাবেশ শেষে সন্ধ্যায় শিক্ষার্থীরা ‘ভোট আমার অধিকার/ এই অধিকার ফেরত চাই’, ‘দাবি মোদের একটাই/ ভোটাধিকার ফেরত চাই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগ থেকে মিছিল করে টিএসসি ঘুরে আবার সমাবেশস্থলে ফিরে আসেন।