মেয়ের পর চবি শিক্ষক মায়ের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আরা চৌধুরী ও তাঁর মেয়ে শাসমিলা জিসমান
ছবি: সংগৃহীত

কলকাতায় বাসের ধাক্কায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আরা চৌধুরী (৫৫) মারা গেছেন। সোমবার দুপুর দুইটায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিরীন আরার সাবেক স্বামী মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি প্রথম আলোকে বলেন, গত ১০ জুলাই কলকাতায় বাসের ধাক্কায় শিরীন আরা গুরুতর আহত হন। পরে ১৪ জুলাই তাঁকে দেশে আনা হয়। এরপর থেকেই তিনি নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই সোমবার তাঁর মৃত্যু হয়।

শিরীন আরা চৌধুরী তিন সন্তানের জননী। সোমবার রাত সাড়ে দশটায় জানাজা শেষে নগরের গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে মেয়ের পাশে তাঁকে দাফন করা হয়েছে।

কলকাতায় বিড়লা তারামণ্ডলের সামনে বাসের ধাক্কায় আহত হন শিরিন আরা চৌধুরী ও তাঁর মেয়ে শাজমিলা জিসমান। এক দিন পরে পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন অবস্থায় শাজমিলা জিসমান মারা যান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষক শিরীন আরা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। এক শোক বার্তায় তিনি বলেন, শিরীন আরা চৌধুরী ছিলেন মেধাবী, বিনয়ী, ভদ্র, নিভৃতচারী একজন শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনে তিনি যে মেধা, প্রজ্ঞা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।