মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মোন্তাজ গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোন্তাজ আলী ব্যাপারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩। গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৩ এক খুদে বার্তা দিয়ে জানিয়েছে।

কখন, কীভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আজ রোববার সংবাদ সম্মেলনে জানানো হবে। র‍্যাব-৩–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৯ সালের ২৪ অক্টোবর মোন্তাজ আলী ব্যাপারীসহ গাইবান্ধার পাঁচ আসামির মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অপর চার আসামি হলেন রঞ্জু মিয়া, আবদুল জব্বার, জাফিরার রহমান ও আবদুল ওয়াহেদ মণ্ডল। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যাসহ চারটি অভিযোগ আনা হয়।