সাবেক স্ত্রীর করা ৩ মামলা থেকে অব্যাহতি পেলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান

আদালতপ্রতীকী ছবি

সাবেক স্ত্রীর করা পৃথক তিনটি মামলা থেকে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সম্প্রতি এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) এশারত আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতারণা ও জাল–জালিয়াতির অভিযোগ তুলে ২০২২ সালের ডিসেম্বরে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে আদালতে পৃথক তিনটি মামলা করেন তাঁর সাবেক স্ত্রী তাবাসসুম কায়সার। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাগুলো তদন্ত করে অভিযোগের সত্যতা না পাওয়ায় সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারকে অব্যাহতি দেওয়ার আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাগুলো পুনরায় তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের তদন্তেও অভিযোগের সত্যতা না পাওয়ায় সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।

আদালত পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তিনটি মামলা থেকে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারকে অব্যাহতি দেন।

আজিজ আল কায়সার আজ রোববার রাতে প্রথম আলোকে বলেন, হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। তিনি আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছেন।