২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আগুনের তাপে যন্ত্রণা এঁকেছেন শিল্পী

প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল চিত্রকর্ম দেখছেন। পাশে শিল্পী রেজাউল হক। ঢাকা, ২০ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ

যন্ত্রণা এঁকে সমাজের সব শ্রেণির মানুষের কথা তুলে এনেছেন শিল্পী রেজাউল হক। তিনি কাজটি করছেন একেবারে ভিন্ন রকম আঁকার পদ্ধতিতে। আগুনের তাপ ব্যবহার করে কাগজ পুড়িয়ে ছবি আঁকেন শিল্পী। এই মাধ্যম বাংলাদেশে বহুল চর্চিত নয়। ‘লিভিং অন দ্য এজ’ শিরোনামের প্রদর্শনীর উদ্বোধনে উঠে এল এসব কথা।

শুক্রবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডির লা গ্যালারিতে উদ্বোধন হয় এ প্রদর্শনীর। শিল্পী রেজাউল হক বলেন, অজানা মাধ্যম নিয়ে কাজ করার আনন্দ শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ যাত্রা। ১৯৯৩ সালে নিজের আঁকা একটি ছবি  আগুনে কিছুটা পুড়ে যাওয়ার ঘটনা থেকে তাপ ব্যবহার করে ছবি আঁকার কথা ভাবনায় আসে বলে জানান তিনি। ‘লিভিং অন দ্য এজ’ শিরোনামের এ প্রদর্শনীকে বাংলায় ‘প্রান্তের মানুষ’ বলে উল্লেখ করেন শিল্পী।  

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন , ‘লিভিং অন দ্য এজ’ প্রদর্শনীতে প্রতিফলন ঘটেছে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথা। একসময় শিল্পমাধ্যমে ভবিষ্যতের প্রেরণার কথা থাকত। যা বর্তমান সময়ে ক্রমে অনুপস্থিত হচ্ছে। তবে শিল্পী রেজাউল হকের এই প্রদর্শনী একটি শক্ত বার্তা বলে উল্লেখ করেন তিনি।

শিল্পী বীরেন সোম বলেন, শিল্পীর আঁকার প্রসঙ্গের সঙ্গে রীতিটি খুব মানানসই। সমাজের সব শ্রেণির মানুষের যন্ত্রণার কথা উঠে এসেছে তাঁর ছবিতে। তাপ ব্যবহার করে আঁকা ছবিতে আছে ছাপচিত্রের আদলও।

শিল্পী মোহাম্মদ ইউনুস বলেন, শিল্পী তাঁর শৈশব ও কৈশোরে চারপাশের মানুষের মধ্যে যে যন্ত্রণা দেখেছিলেন, এরই  ছাপ পড়েছে  তাঁর কাজে। এই মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করার কৌশল খুব শ্রমসাধ্য। অনেক চর্চার মাধ্যমে তা আয়ত্তে আনা সম্ভব। যা এই ছবিগুলোতে স্পষ্ট।

এই প্রদর্শনীতে ৪০টি ছবি স্থান পেয়েছে। এটি শিল্পী রেজাউল হকের তৃতীয় একক প্রদর্শনী। তিনি মূলত দৈনন্দিন জীবনে মানুষের আবেগ ও অসাম্যের গভীর অনুভব তুলে ধরতে চেয়েছেন ছবিতে। তাপ ব্যবহারের পাশাপাশি স্থান পেয়েছে চারকোল, মিশ্রমাধ্যমে আঁকা ছবিও। ৩১ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে।