এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাওহীদ আহমেদ তপন, জেনারেল ম্যানেজার মো. ওবায়দুর রহমান মোল্লাসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও শুভ্যানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কনফারেন্সে সারা দেশ থেকে আসা তিন শতাধিকের বেশি পরিবেশকদের সঙ্গে ঈদ-উল-ফিতরের সেলস বিষয়ে মতবিনিময় ও পরামর্শ গ্রহণ করা হয়।
তাওহীদ আহমেদ বলেন, ‘তাসমিয়া কসমেটিকস আর্ন্তজাতিক মানসম্পন্ন ও উন্নতমানের পণ্য সামগ্রী তৈরি করে। যা ক্রেতা সাধারণ সাদরে গ্রহণ করেছে।’