স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা

আদালত
প্রতীকী ছবি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই পরোয়ানা জারি করেন।

আসামি সঞ্জয় চৌধুরী কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। গত ১৯ জুলাই আদালতে মামলাটি করেন সঞ্জয়ের স্ত্রী চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ইমা বসু।

ওই দিন আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। রোববার তাঁর আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল।

বাদীর আইনজীবী মধুসূদন দত্ত প্রথম আলোকে বলেন, সমন পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্কের সূত্রে ২০১৯ সালের ৩০ জুন সঞ্জয়ের সঙ্গে ইমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বাদীকে নির্যাতন করতে থাকেন সঞ্জয়। ২০২১ সালের ১৪ জানুয়ারি ইমা যমজ সন্তান জন্ম দেন। কিন্তু সঞ্জয় স্ত্রী-সন্তানের ভরণ-পোষণও পরিশোধ করেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়।

যৌতুক দাবি ও অন্যান্য অভিযোগে ইমা ২ জুন নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৭ জুলাই দুপুরে তাঁর দেওয়ানহাট এলাকার বাসায় তাঁকে মারধর করেন সঞ্জয়। এ সময় তাঁর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।