মুঠোফোনে যাবে আবহাওয়ার সতর্কবার্তা

মুঠোফোন
ফাইল ছবি: রয়টার্স

মুঠোফোনে খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে জনগণকে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হবে। এ–সংক্রান্ত একটি প্রকল্পের কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

মুঠোফোনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশের বিষয়ে অগ্রগতি জানানো হয়। এতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর ‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় ওয়েবভিত্তিক স্বয়ংক্রিয় সমন্বিত পদ্ধতির সাহায্যে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা প্রেরণের কার্যক্রম চলমান। প্রকল্পটি ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সব মোবাইল অপারেটরকে দিয়ে খুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের কাছে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে।

কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, নাসির উদ্দিন ও নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।