ড. ইউনূস বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন।
দায়িত্বশীল একটি সূত্রে এ খবর জানা গেছে। মুহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের প্যারিসে আছেন।
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি দল বৈঠকে বসে। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকালই ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন।
ড. ইউনূস বিবিসিকে বলেছেন, ‘যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন, তাহলে আমি কীভাবে তা প্রত্যাখ্যান করি?’
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা কত হবে, কারা এতে জায়গা পাবেন—এ বিষয়ে এখনো সুনিশ্চিত কোনো তালিকা পাওয়া যায়নি। বেশকিছু তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এগুলোর বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।