বিআরআইসিএমের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি
বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) মহাপরিচালক মালা খানের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে গতকাল সোমবারও প্রতিষ্ঠানটির কর্মকর্তা–কর্মচারীরা কর্মবিরতি পালনের পাশাপাশি তাঁরা বিক্ষোভ করেছেন।
কর্মবিরতিতে যাওয়া কর্মকর্তা–কর্মচারীরা মালা খানের বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। তাঁদের অভিযোগ, মালা খান জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তাঁর পিএইচডি ডিগ্রির বৈধতা প্রশ্নবিদ্ধ।
বিআরআইসিএমের মহাপরিচালক মালা খান প্রথম আলোকে বলেন, অভিযোগকারীরা তাঁদের দাবির পক্ষে দালিলিক প্রমাণ নিয়ে আসুক, মহাপরিচালক নিজেও দালিলিক প্রমাণ দেখাবেন। তখনই অভিযোগের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে।
পদত্যাগের বিষয়ে মালা খান জানান, তিনি মহাপরিচালক নন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এই দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন কি না, তা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
বিআরআইসিএম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।