রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার ঘটনায় একজন গ্রেপ্তার

আকবরশাহ থানার লেকসিটি এলাকায় কাটা পাহাড় ও ভরাট পাহাড় পরিদর্শনে যান বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পরিদর্শন টিমের আশপাশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন অবস্থান নেন। গত বৃহস্পতিবার বেলা একটায় চট্টগ্রাম নগরে
ছবি: জুয়েল শীল

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আবু নোমান (৪১)। তিনি আকবর শাহ এলাকার বাসিন্দা। ঢিল ছোড়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রিজওয়ানা হাসান বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন। আবু নোমান ওই মামলার ৩ নম্বর আসামি।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও পাহাড়ি ছড়া ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান। এ সময় নোমানসহ কয়েকজন তাঁকে বাধা দেন। একপর্যায়ে তিনি ওই এলাকায় কেন গেছেন, সেই প্রশ্ন করা হয় এবং তাঁদের গাড়ি আটকে রাখা হয়। এরপর ফিরে আসার সময় রিজওয়ানা হাসানকে বহনকারী গাড়িতে ঢিল ছোড়া হয়।

আরও পড়ুন

জানতে চাইলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, নোমান সেদিন রিজওয়ানা হাসানের পরিদর্শন দলের পিছু নেন। পরে গাড়িতে ঢিল ছোড়েন। তাঁকে শনিবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন