পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ: ইসি আলমগীর

নির্বাচন কমিশনার মো. আলমগীরফাইল ছবি প্রথম আলো

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটিসহ ৯ মার্চ অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচনের পরিবেশ অবনতি হওয়ার আশঙ্কা নেই। কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মো. আলমগীর।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। যেসব জায়গা থেকে চাহিদা এসেছে, সেখানে বেশি ‘ফোর্স’ দেওয়া হয়েছে। অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মূল্যায়নে নির্বাচনের পরিবেশ ভালো।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন তথ্য ইসির কাছে নেই’ উল্লেখ করে মো. আলমগীর বলেন, তারপরও সতর্কতার অংশ হিসেবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে যেসব জায়গায় অতিরিক্ত জনবল চাওয়া হয়েছে, সেখানে সেভাবে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। জনবলও রাখা হয়নি। এ জন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করা হয়। ইসির আর্থিক ও জনবলের সীমাবদ্ধতা আছে। এ জন্য অনেক ইভিএম কাজ করছে না। ইভিএম পরীক্ষা–নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে, সেগুলো ব্যবহারের জন্য পাঠানো হচ্ছে।