আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার নিয়ে একদল শিক্ষার্থী আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়।
সমাবেশে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা বিন আমিন মোল্লা বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনে লংমার্চ করব।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান হোসেন বলেন, যাদের রন্ধে রন্ধ্রে সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, তাদের এ দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘১ হাজার ৫০০–এর বেশি প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই। খুব শিগগির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই এবং এই সন্ত্রাসীদের সংগঠন নিষিদ্ধ চাই।’
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো.বিজয় বলেন, ‘ছাত্রলীগ এত গুম, খুন করার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র আফসোস নেই। জুলাই বিপ্লবের পরও ছাত্রলীগ কোন সাহসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়! আমরা শিগগরিই এই সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধ চাই। এটাই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি।’