সংখ্যালঘুবান্ধব নির্বাচনী অঙ্গীকার অক্টোবরের মধ্যে পূরণের দাবি রানা দাশগুপ্তের

রানা দাশগুপ্ত
ফাইল ছবি

আগামী অক্টোবর মাসের মধ্যে সংখ্যালঘুদের স্বার্থবান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেছেন, অন্যথায় ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুরা আগামী সংসদ নির্বাচনের আগে নতুন করে ভাবতে বাধ্য হবে।

আজ শনিবার চট্টগ্রামের চেরাগী পাহাড় মৈত্রী ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে রানা দাশগুপ্ত এ দাবি জানান।

রানা দাশগুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর আমরা শেষ ভরসা রাখতে চাই। তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকারগুলো অচিরেই বাস্তবায়নে পদ‌ক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি।’ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ভোটারদের অবজ্ঞা, অবহেলা ও উপেক্ষা না করতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মিলন কা‌ন্তি দত্ত বলেন, দাবি আদায়ে আলোচনার পাশাপাশি জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।

পরিষদের চট্টগ্রামের সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলী সদস্য প্রিয় রঞ্জন দত্ত, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, শ্যামল কুমার পালিত প্রমুখ।

সভায় সম্প্রতি নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণ হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

সভায় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।