বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সম্পাদক উবায়দুল্লাহ বাদল

বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে সংবাদ সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক আর সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল নির্বাচিত হয়েছেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত উবায়দুল্লাহ বাদল পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহ্দী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।

সহসভাপতি পদে মাইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ আকাশ, অর্থ সম্পাদক পদে এম এইচ রবিন এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদ আল মাহমুদ, মতিন আবদুল্লাহ, আয়নাল হোসেন, মো. রাকিব হাসান, শফিকুল ইসলাম ও মো. রেজাউর রহিম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে পঞ্চায়েত হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএসআরএফের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ।