হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল ৫ এপ্রিল পর্যন্ত

পবিত্র কাবা
ফাইল ছবি: রয়টার্স

পবিত্র হজ পালনে নিবন্ধনের সময় আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) শেষ হওয়ার কথা থাকলেও এ সময় বাড়িয়ে আগামী ৫ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে সাতবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।

আজ ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এ তথ্য জানিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজ পালনে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৮৬ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৯৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৩৫১ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্‌-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত আছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক্‌-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।