সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি। আজ এ খবর পাঠকের ভালো সাড়া পেয়েছে। রবিউল ইসলাম ওরফে আরাভ খান–সংক্রান্ত একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। সেসব খবরে পাঠকের আগ্রহও ছিল যথেষ্ট। আজ এসবের বাইরে বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়াঙ্গন ও বিনোদনজগতের নানা খবর আছে। সন্ধ্যার অবকাশে পড়ে নিন প্রথম আলোর আলোচিত পাঁচ খবর।

শওকত মাহমুদকে বহিষ্কার করল বিএনপি

শওকত মাহমুদ

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দলের নেতৃত্ব তাঁকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নিয়েছে। শওকত মাহমুদ প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাঁকে বহিষ্কারের এই ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। বিস্তারিত পড়ুন...

আরাভ–কাণ্ড: যে প্রলোভনে পড়ে ‘রবিউল’ হয়ে জেলে গিয়েছিলেন ইউসুফ

রবিউল ইসলাম ওরফে আরাভ ও আবু ইউসুফ ওরফে লিমন

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের পরিচয় ধারণ করে কারাগারে ঢুকেছিলেন চাঁদপুরের যুবক আবু ইউসুফ ওরফে লিমন। প্রায় ৯ মাস জেল খেটে প্রকৃত পরিচয় প্রকাশ করে তিনি কারামুক্ত হন। আরও পড়ুন...

রুপার্ট মারডকের বয়স ৯২, পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসছেন

রুপার্ট মারডক ও তাঁর বাগ্‌দত্তা অ্যান লেসলি স্মিথ
ছবি: টুইটার থেকে নেওয়া।

রুপার্টের এবারের বিয়ের কনে অ্যান লেসলি স্মিথ, বয়স ৬৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক পুলিশ চ্যাপলেইন (পুলিশের বিশেষ পরামর্শক)। অ্যানের সঙ্গে রুপার্টের প্রথম দেখা হয় গত বছরের সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে। সেখানেই পরিচয়, পরে তা গড়ায় প্রণয়ে। বিস্তারিত পড়ুন...

শাকিব খানের অস্ট্রেলিয়া–কাণ্ড: যা বললেন ‘অপারেশন অগ্নিপথ’–এর মূল প্রযোজক

শাকিব খান
ছবি : ফেসবুক

হঠাৎ গত সপ্তাহে ছবির নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল নিয়ে গড়িমসি, ছবির শুটিং না হওয়ায় ক্ষতিপূরণ দাবি ও সহপ্রযোজক এক নারীকে ‘ধর্ষণের’ অভিযোগ এনে চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের কাছে লিখিত অভিযোগ দেন আরেক সহপ্রযোজক রহমত উল্লাহ। বিস্তারিত পড়ুন...

শেষ ওয়ানডের দল থেকে বাদ আফিফ ও শরীফুল

আফিফ হোসেন ও শরীফুল ইসলাম
ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়া আফিফকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও। জানা গেছে, এরই মধ্যে সিলেট ত্যাগ করে ঢাকায় চলে গেছেন আফিফ। আগামীকাল ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে আবাহনীর ম্যাচে খেলার কথা আছে তাঁর। টি-টোয়েন্টি দলে থাকলে আফিফ ঢাকা থেকেই চট্টগ্রামে যাবেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন