সংলাপের বিষয়ে কিছু ভাবছে না ইসি: আনিছুর রহমান

নির্বাচন কমিশনার আনিছুর রহমান
ছবি: নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, রাজনৈতিক সংলাপের বিষয়ে আপাতত কিছু ভাবছে না নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলেও তাঁরা মনে করছেন না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হবে।

আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক সমস্যা সমাধান নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। সংলাপ নিয়েও আপাতত কমিশনের ভাবনা নেই।

ইসি সংলাপের কোনো উদ্যোগ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, ‘না, আমরা কেন আর সংলাপের উদ্যোগ নেব? সংলাপের...আপাতত কোনো কিছু ভাবছি না এটা নিয়ে। আমাদের সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে সমাধান হবে।’

আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিছুর রহমান আরও বলেন, ‘নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত। যাঁরা নির্বাচনে থাকবেন, তাঁদের প্রস্তুত হতে হবে। তাঁদের মধ্যে সমাধান না হলে, এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হতে দেন, একসময় না একসময় সমাধান হয়ে যাবে। সময়ই বলে দেবে, যত সময় কমে আসবে, ততই প্রত্যেকে চাপের মধ্যে থাকবেন। তাঁরাও থাকবেন, আমরাও চাপের মধ্যে থাকব। সময়ই বলে দেবে, কখন কী হবে, আমরা তো বলতে পারব না। সময়ই সমাধান করে দেবে।’

ইসির নিবন্ধন না পেয়ে কয়েকটি দলের ইসি ঘেরাও কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, যারা নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়নি, তাদের মধ্যে ক্ষোভ থাকতে পারে। তিনি বলেন, ‘ঘেরাও করার অধিকার আছে, করুক। যদি কেউ ঘেরাও করে, আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।’