ঢাকা জজকোর্টের সব আদালতে এসি বসাতে আইনি নোটিশ

প্রচণ্ড গরমের কারণে ঢাকা জজ কোর্টের সব আদালতে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বসাতে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।গৃহায়ণ ও গণপূর্তসচিব, আইনসচিব এবং ঢাকার জেলা প্রশাসক বরাবর রেজিস্ট্রি ডাকযোগে আজ বৃহস্পতিবার ঢাকা জজকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান ওই নোটিশ পাঠান।

আইনি নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে ঢাকা জজকোর্টের সব আদালতে এসি বসাতে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে বলা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, ঢাকা জজকোর্টের আদালতগুলো খুবই ছোট।বিচারপ্রার্থীদের ভিড়ে এজলাস গিজগিজ করে। গরম আর ভিড়ে আইনজীবী ও বিচারকদের দায়িত্ব পালন করতে কষ্ট হয়। ঢাকা জজকোর্টের আইনজীবী ও বিচারকদের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, ঢাকা জজকোর্টের সিএমএম, জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা আদালতের মতো কয়েকটি কোর্টে এসি আছে। এই গরমে ঢাকা জজকোর্টের সব আদালতে এসি বসানোর দাবি জানানো হয়।

সংবিধানের মৌলিক অধিকার ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা জজকোর্টের আইনজীবী ও বিচারকদের জীবনের সুরক্ষায় ওই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী মো. মাহমুদুল হাসান।