‘টাইলক্স’ ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান

ক্রিকেটার সাকিব আল হাসানকে টাইলক্সের শুভেচ্ছাদূত ঘোষণা করেন রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খানছবি: সংগৃহীত

হোমকেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’-এর শুভেচ্ছাদূত হলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

এরপর সাকিব আল হাসানকে টাইলক্সের শুভেচ্ছাদূত ঘোষণা করেন রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, ‘আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। কারণ, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আমরা নতুন পথচলা শুরু করেছি। আমি বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমরা একসঙ্গে অনেক দূর এগিয়ে যাব। সাকিব যেমন খেলার মাঠে তাঁর সর্বোচ্চটা দেওয়ার জন্য নিজেকে উজাড় করে দেন, টাইলক্স ব্র্যান্ডের প্রচার ও প্রসারের ক্ষেত্রেও তেমন ভূমিকা রাখবেন।’

নতুন এ পথচলা সম্পর্কে সাকিব আল হাসান বলেন, ‘অনেক রিসার্চ এবং হার্ডওয়ার্কের ফল এই “টাইলক্স”। আশা করি, দেশের মাটিতে নিজেকে প্রমাণ করার পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে টাইলক্স।’

রিমার্ক এইচবির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, ‘হাউসহোল্ড সারফেস ক্লিনিংয়ের জন্য আমরা এমন একটি সল্যুশন খুঁজছিলাম, যা শুধু পরিষ্কার করবে না, একই সঙ্গে পরিবেশকেও রাখবে সুরভিত। এমনই প্রোডাক্ট রেঞ্জ বাজারে এনেছে রিমার্ক, যা প্রস্তুত হয়েছে এশিয়ার এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং পরিবেশবান্ধব কারখানায়। সাধারণত ক্লিনিং প্রোডাক্ট কেমিক্যালের কড়া গন্ধযুক্ত হয়ে থাকে। টাইলক্সের কোনো পণ্যে সেটা নেই এবং এটি বাংলাদেশের একমাত্র ক্ষতিকারক অ্যামোনিয়া ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ।’

রিমার্ক এইচবির হোম অ্যান্ড পারসোনাল কেয়ার ডিভিশনের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, ‘ক্রিকেটের ক্ষেত্রে সাকিব আল হাসান যেমন ১ নম্বর অলরাউন্ডার, তেমনই সারফেস ক্লিনিংয়ের জন্য আমরা নিয়ে এসেছি অলরাউন্ড সল্যুশন টাইলক্স ব্র্যান্ড।’

অনুষ্ঠানে হারল্যান জোনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমদাদুল হক সরকার; রিমার্ক এইচবির হেড অব সেলস মাজেদুর রহমান; হারল্যান স্টোরের হেড অব অপারেশন আব্দুল আলীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।