জকসু নির্বাচনের রোডম্যাপসহ ৩ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরাছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ফুড কার্ড চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উত্থাপন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার তিন দফা দাবিগুলো হলো দ্রুত সময়সীমা নির্ধারণ করে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মান উন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের স্বল্প মূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালু ও তা বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সদস্যরা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ছাত্র সংসদ নির্বাচন একটি অপরিহার্য অনুষঙ্গ। জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র, অংশগ্রহণমূলক ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। অনেক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বা রোডম্যাপ প্রণয়ন করেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির ও সদিচ্ছাশূন্য বলে দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ব করার কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকা যেমন অগণতান্ত্রিক, তেমনি এটি শিক্ষার্থীদের মতপ্রকাশ ও নীতিনির্ধারণের প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার হরণের শামিল। এ অবস্থায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রশাসনের কাছে জকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোর দাবি জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি ক্যাফেটেরিয়া আছে। অথচ সেখানে নেই পর্যাপ্ত পানির ফিল্টার ও শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় স্থান। খাবারের মান নিয়েও আছে গুরুতর অভিযোগ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন ফুড কার্ড চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। উদ্যোগটি এখন কাগজে-কলমে সীমাবদ্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে এর বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপও চোখে পড়ে না।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, তিন দফা দাবি অমূলক নয়; বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি অবিলম্বে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে আমরা শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক ও সাংগঠনিক আন্দোলনে নামতে বাধ্য হব। আন্দোলনের সব দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।’