সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর খবরটি। পাশাপাশি যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টির জয়ে কিয়ার স্টারমারের নতুন প্রধানমন্ত্রী হওয়ার খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
ফাইল ছবি

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজ বেলা তিনটায় বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে তিনি আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন। খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান তিনি। বিস্তারিত পড়ুন...

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাহমা গরু কেন বাংলাদেশে নিষিদ্ধ

ব্রাহমা গরু

গত কোরবানি ঈদে ঢাকার একটি খামারে কোটি টাকার ‘বংশমর্যাদাসম্পন্ন’ গরু বিক্রি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। গরুটি ছিল ব্রাহমা জাতের। বাংলাদেশে এ জাতের গরু আমদানি নিষিদ্ধ। কিন্তু কেন? বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। আজ শুক্রবার লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে
ছবি: এএফপি

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস। কিয়ার স্টারমার আজ শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা গেলে তিনি তাঁকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাকের পদপত্যাগপত্র গ্রহণ করেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যের পার্লামেন্টে এবারও যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নারী

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার ব্রিটিশ নারী নির্বাচিত হয়েছেন। তাঁরা আগেও যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আপসানা বেগম। বিস্তারিত পড়ুন...

বেয়াদবির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি, অপুকে ইঙ্গিত করে বুবলী

অপু বিশ্বাস ও শবনম বুবলী

চিত্রনায়িকা অপু বিশ্বাস মনে করেন, ‘ব্যক্তিত্বহীনতার কারণেই উনি (বুবলী) আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন।’ অপুর এমন কথা পৌঁছে গেছে বুবলীর কান পর্যন্ত। গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এই প্রসঙ্গ তুলেছেন বুবলী। বিস্তারিত পড়ুন...