ময়মনসিংহে চার ইউএনওকে একই জেলায় বদলি করা নিয়ে প্রশ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলিতে ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে ময়মনসিংহ বিভাগ আলোচনায় এখন। এ বিভাগের চার ইউএনওকে বদলি করে একই জেলায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, বর্তমান কর্মস্থলের বাইরে তাঁদের অন্য জেলায় বদলি করার কথা। এ ছাড়া আরেক ইউএনওকে বদলি করা হয়েছে নিয়ম না মেনে।

এ ঘটনায় আলোচনা চলছে অন্য ইউএনওদের মধ্যে। তাঁরা বলছেন, এ ঘটনা খতিয়ে দেখা উচিত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসছে সংসদ নির্বাচন সুষ্ঠু করার অংশ হিসেবে সারা দেশে ২০৫ ইউএনওকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। যে ইউএনওদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাঁদের অন্য জেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনারদের দেওয়া তালিকার ওপর ভিত্তি করে মাঠপর্যায়ের প্রশাসনে এ রদবদল করেছে ইসি।

ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ অন্য বিভাগে এক জেলার ইউএনওকে অন্য জেলায় বদলি করা হলেও ময়মনসিংহ বিভাগে ব্যতিক্রম দেখা যাচ্ছে। এ বিভাগে ৯ ইউএনওকে বদলি করা হয়েছে। দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে চারজনকে বদলি করে একই জেলায় রাখা হয়েছে। তাঁদের শুধু উপজেলা বদলে গেছে।

ময়মনসিংহ সদরের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামকে একই জেলার গফরগাঁওয়ে বদলি করা হয়েছে। ফুলবাড়িয়ার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিমকে একই জেলার গৌরীপুরে, হালুয়াঘাটের ইউএনও মাহমুদা হাসানকে মুক্তাগাছায় এবং গফরগাঁওয়ের ইউএনও আবিদুর রহমানকে হালুয়াঘাটে বদলি করা হয়েছে। বর্তমান কর্মস্থলে এক বছর মেয়াদ পূরণ না হলেও গৌরীপুরের ইউএনও ফৌজিয়া নাজনীনকে বদলি করা হয়েছে শেরপুরের শ্রীবরদীতে।

নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের ‘আশীর্বাদে’ চার ইউএনওকে ওই জেলায় রাখা হয়েছে। এ ছাড়া এক বছর পূর্ণ না হয়েও এক ইউএনওকে আরেক জেলায় পাঠানো হয়েছে। এতে বোঝা যায়, বিভাগীয় কমিশনার পছন্দের কর্মকর্তাদের একই জেলায় রেখে দিয়েছেন।

তবে বিধিমালার কারণে তাঁদের অন্য জেলায় বদলি করা যায়নি বলে দাবি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার। প্রথম আলোকে তিনি বলেন, কারণ, বদলি করতে গিয়ে দেখা যায়, তাঁদের কারও বাড়ি ওই জেলায়। অথবা তাঁর শ্বশুরবাড়ি ওই জেলায়। এ কারণে পাশের জেলায় বদলি করা যায়নি। তবে বর্তমান কর্মস্থল থেকে দূরবর্তী উপজেলায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন

সারা দেশে এ পর্যন্ত ২০৫ ইউএনওকে বদলি করা হয়েছে। তাঁদের বদলির আদেশ পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা বিভাগে ৩৫ ইউএনওকে বদলি করা হয়েছে। তাঁদের একজনকেও বর্তমান জেলায় বদলি করা হয়নি। চট্টগ্রাম বিভাগে বদলি হওয়া ৩৮ ইউএনওকে নিজ কর্মস্থল থেকে অন্য জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। এখানে একজন ইউএনওকেও ওই জেলায় রাখা হয়নি।

রাজশাহী বিভাগে ২১ ইউএনওকে বদলি করা হয়েছে অন্য জেলায়। এখানেও একই জেলায় কাউকে বদলি করা হয়নি। খুলনা বিভাগে ১৪ ইউএনওকে বদলি করা হয়েছে অন্য জেলায়। এখানে অবশ্য দুজনকে একই জেলায় রাখা হয়েছে।

রংপুর বিভাগে সাত ইউএনওকে বদলি করা হয়েছে। সবাইকে অন্য জেলায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন

কোন কোন ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তার তালিকা করেছে আটটি বিভাগীয় কমিশনারের কার্যালয়। বিভাগীয় কমিশনারদের দেওয়া তালিকা নির্বাচন কমিশনে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর নির্বাচন কমিশন ইউএনওদের বদলির আদেশ জারি করে। এরপর এসব ইউএনওর বদলির বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো।

আরও পড়ুন