যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তায় ঢাকায় আসবেন চীনের বিশেষজ্ঞ দল: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই তথ্য জানান। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি চীনের তৈরি। গতকাল সোমবার রাত ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো তথ্য বলছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি ছিলেন।

আরও পড়ুন

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে চীন সহায়তা করবে কি না, তা জানতে চাওয়া হয় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে। জবাবে তিনি বলেন, চীনের কারিগরি বিশেষজ্ঞরা তদন্তে সহায়তার জন্য বাংলাদেশ আসবেন বলে জেনেছেন। মূলত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশকে সাহায্যের জন্য তাঁরা এখানে আসবেন। এ ক্ষেত্রে চীন তদন্তে সব ধরনের সহায়তা দেবে। বিষয়টিকে তাঁরা এভাবেই দেখছেন। দুর্ঘটনার একটি সমন্বিত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুন

যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশন বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণসহ ঘটনা-সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করবে। কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন