যুদ্ধবিগ্রহ বন্ধ করে শান্তিময় পৃথিবী গড়ে তুলুন: রোটারি প্রেসিডেন্ট জেনিফার

সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক রোটারি প্রেসিডেন্ট জেনিফার জোনস এবং অন্য অতিথিরাছবি: সংগৃহীত

আন্তর্জাতিক রোটারি প্রেসিডেন্ট জেনিফার জোনস যুদ্ধবিগ্রহ বন্ধ করে শান্তিময় পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোটারি ইন্টারন্যাশনালের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

রোটারি প্রেসিডেন্ট বলেন, ভবিষ্যৎ বংশধরদের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। যুদ্ধবিগ্রহ এবং সংঘাতের ফলে বিশ্বে বাস্তুহারা মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্ভিক্ষে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানুষ মারা যাচ্ছে। এ অবস্থার অবসান হওয়া উচিত।

জেনিফার জোনস বলেন, সারা বিশ্বের ১৩ লাখ রোটারিয়ান এবং ২ কোটি স্বেচ্ছাসেবী আর্তমানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বিশ্বের বৃহত্তম রোটারি জেলা বাংলাদেশ রোটারির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।

জেনিফার জোনস তিন দিনের বাংলাদেশ সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিশেষ মেডিকেল ইউনিট পরিদর্শন করেন। এটি সাধারণ রোগীদের জন্য নির্মাণ করেছে রোটারি।

সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রোটারি বাংলাদেশ জেলা-৩২৮১–এর গভর্নর এম এ ওয়াহাব, সাবেক গভর্নর মীর আনিসুজ্জামান, খায়রুল আলম, গভর্নর (নির্বাচিত) আশরাফুজ্জামান নান্নু, গভর্নর (নমিনি) ইবরাহীম খলিল আল জায়েদ পিনাক, জেলা সেক্রেটারি আরিফ জেবটিক, শাহেদ সিদ্দিক প্রমুখ। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কয়েকজন সংসদ সদস্য এবং সারা দেশ থেকে আসা রোটারির নেতারা অনুষ্ঠানে যোগ দেন।