বগুড়ায় যমুনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে আতিকুর রহমান (২২) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের পাশে নদীতে নিখোঁজ হন তিনি।

আতিকুর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আবদুর রহমানের ছেলে। সারিয়াকান্দিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে ভাইয়ের শ্বশুরবাড়ি সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বেড়াতে যান আতিকুর রহমান। বিকেল চারটার দিকে আতিকুর গ্রামের শিশুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীতে তলিয়ে যান তিনি। আতিকুরের সঙ্গে গোসল করতে নামা একটি শিশু দৌড়ে গিয়ে তাঁর ভাইয়ের শ্বশুরবাড়িতে খবর দেয়।

আতিকুরের আত্মীয় আইবর মণ্ডল বলেন, যমুনা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও আতিকুরের সন্ধান মেলেনি। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের খবর দেওয়া হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ময়েজ উদ্দীন বলেন, গতকাল সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। যমুনায় নিখোঁজ কলেজছাত্রের খোঁজ চালান তাঁরা। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়েছে।