বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেনছবি: বিজ্ঞপ্তি

‘আগামীর ব্যাংক নির্মাণে আজকের অঙ্গীকার’ স্লোগানে অনুষ্ঠিত হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’।

সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় জসিম উদ্দিন আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা নিশ্চিতে বড় ধরনের বিনিয়োগ এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নের মাধ্যমে ব্যাংকের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতের ওপর জোর দেন। এ ছাড়া তিনি ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৌশলগত দিকনির্দেশনা দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

সম্মেলনে ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সাফল্য ও মূলধন পর্যাপ্ততা, নিয়ন্ত্রিত খেলাপি ঋণ, শক্তিশালী করপোরেট সুশাসন, মজবুত আর্থিক ভিত্তিসহ ব্যাংকের দীর্ঘমেয়াদি সুনাম তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য ব্যবসার নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সম্মেলনে ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগগুলোকে পুরস্কৃত করা হয়।