গণ অধিকার: ফারুকের অনুসারীদের ওপর নুরের কর্মীদের হামলা

হামলায় রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে
ছবি: সংগৃহীত

রেজা কিবরিয়া ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। ফারুক হাসানের অভিযোগ, আজ শুক্রবার সন্ধ্যায় পল্টন এলাকায় তাঁদের মিছিলে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা হামলা চালান। এতে তাঁদের অন্তত ১০ জন নেতা–কর্মী আহত হয়েছেন।

গণ অধিকার পরিষদের (রেজা-ফারুক) নেতারা বলেন, তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে সন্ধ্যায় পল্টন এলাকায় যুব অধিকার পরিষদ মিছিল বের করে। মিছিলে নুরুল হক–রাশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ২০–২৫ জন নেতা–কর্মী হামলা করেন। হামলায় ফারুকদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, তারেক রহমান ও ছাত্র অধিকার পরিষদের সদস্যসচিব মুনতাসীর মামুনসহ ১০ জন আহত হন।

এদিকে নুরুল হক দাবি করেন, হামলার অভিযোগ সত্য নয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার নানা ধরনের খেলা খেলছে। আমার মানসম্মান ক্ষুণ্ন করতে কিছুদিন পরপর এসব অভিযোগ তোলা হয়। তাদের সঙ্গে কী হয়েছে, আমি জানিও না। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ তোলা হচ্ছে।’