নিহত কেএনএফ সদস্যের লাশ হস্তান্তর

সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সদস্যের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। আজ সকাল ১১টায় বান্দরবান সদর হাসপাতাল মর্গ সামনে থেকে তোলাছবি প্রথম আলো

বান্দরবানের রুমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে নিহত কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে  জেলার রুমার মুনলাইপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত কেএনএফ সদস্য হলেন রেমরুয়াত বম। তাঁর বাড়ি সুংসংপাড়ায়।

বম জনগোষ্ঠীর লোকজন জানিয়েছেন, নিহত রেমরুয়াত বম রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের সাবেক হেডম্যানের (মৌজাপ্রধান) ছেলে। আগে সুংসংপাড়ায় থাকতেন।

রুমা থানার ওসি মুহাম্মদ শাহাজাহান বলেছেন, নিহত কেএনএফ সদস্যের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। লাশের সঙ্গে একটি এক নলা বন্দুক ও ২৮টি গুলি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রেসনোটে নিহত ব্যক্তি কেএনএফ সদস্য বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে রুমা উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূরে মুনলাইপাড়ার পাশে জঙ্গল থেকে লাশ পাওয়া গেছে। এর আগে ওই এলাকায় অভিযানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলির ঘটনা ঘটে। লাশের সঙ্গে একটি একনলা বন্দুক ও ২৮টি কার্তুজের গুলি উদ্ধার করা হয়।

২ ও ৩ এপ্রিল কেএনএফ রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতি ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায়। ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী সমন্বিত অভিযান পরিচালনা করছে। অভিযানে গোলাগুলিতে গতকাল একজন কেএনএফ সদস্য নিহত হলো। ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় করা ৯টি মামলায় এ পর্যন্ত ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।