রণেশ দাশগুপ্তের ১১৩তম জন্মবার্ষিকীতে উদীচীর সেমিনার

রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকীতে সেমিনারের আয়োজন করে উদীচীছবি: সংগৃহীত

সাহিত্যিক, সাংবাদিক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১১৩তম জন্মবার্ষিকীতে সেমিনারের আয়োজন করেছে উদীচী। উদীচী কেন্দ্রীয় সংসদ আয়োজিত সেমিনারের বিষয় নির্ধারণ করা হয় রণেশ দাশগুপ্ত রচিত প্রবন্ধ ‘শ্রেণীদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি’।

উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জামসেদ আনোয়ার তপন।

সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, উদীচীর সাবেক সহসভাপতি অধ্যাপক এ এন রাশেদা, আইনজীবী ইমতিয়াজ মাহমুদ, লেখক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রফিকুল হাসান জিন্নাহ, সাবেক সহসভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী ও কাজী তামান্না।

আলোচনায় আরও অংশ নেন সেমিনারে উপস্থিত উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকায় অবস্থানরত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।