সেতারা মূসা ছিলেন তৎকালীন পাকিস্তান অবজারভারের সম্পাদক প্রয়াত আবদুস সালামের মেয়ে এবং প্রয়াত সাংবাদিক এবি এম মূসার স্ত্রী। নবম শ্রেণিতে পড়ার সময় তাঁর বিয়ে হয়েছিল। তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সেতারা মূসার জন্ম ১৯৪০ সালে তাঁর নানার বাড়ি কুমিল্লার লাকসামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করেন। দৈনিক পূর্বদেশ, দৈনিক জনতা, দৈনিক আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন সেতারা মূসা। রেড ক্রিসেন্ট, পরিবার পরিকল্পনা সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
আজ বাদ এশা মোহাম্মদপুরের ইকবাল রোডের মসজিদে সেতারা মূসার জানাজা হবে। আগামীকাল বুধবার ফেনীর কুতুবপুর গ্রামে স্বামী এবি এম মূসার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।