সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের চেম্বারে আইনজীবীকে মারধর

আহত আইনজীবী মো. আশরাফুল ইসলামছবি: আশরাফুল ইসলামের কাছ থেকে পাওয়া

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত আইনজীবীর চেম্বারে মো. আশরাফুল ইসলাম নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী মারধরের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আশরাফুল ইসলাম জানান, তিনি সমিতির বর্ধিত ভবনের ২০০৫ নম্বর কক্ষে বেলা সোয়া একটার দিকে অবস্থান করছিলেন। এ সময় এক আইনজীবী এসে তাঁর ওপর হামলা করেন।

আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কক্ষে অবস্থান করার সময় আইনজীবী আবদুল কাইয়ুম নামের এক আইনজীবী আসেন। তাঁকে চিনতেন না। আবদুল কাইয়ুম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারি গাজী কামরুল ইসলামের জুনিয়র বলে তিনি জানেন।

‘কক্ষে এসে আমাকে সরাসরি বলে, তুই কোর্টে ডিস্টার্ব করস, তোরে কিন্তু ছাড়ব না। একপর্যায়ে চাকু দিয়ে আঘাত করে,’ বলেন আশরাফুল ইসলাম। আহত এই আইনজীবী জানান, তিনি ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করতেন। নির্বাচনের পর ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সব সময় সোচ্চার ছিলেন তিনি।

হামলার পর আইনজীবী আশরাফুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বলে রাতে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আবদুল কাইয়ুম। তিনি রাতে প্রথম আলোকে বলেন, আইনজীবী আশরাফুল ইসলাম দুর্ব্যবহার করেছেন, তা জানাতে দুপুরে আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের ওই চেম্বারে গিয়েছিলেন। একপর্যায়ে তাঁকে (আবদুল কাইয়ুম) মেরে ওই কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন।