শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে হার্ট ফেইলিওর ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এই ক্লিনিক প্রাথমিকভাবে হার্ট ফেইলিওর রোগীদের অবস্থা, তীব্রতা, চিকিৎসার অগ্রগতি ও জীবনযাত্রার মান মূল্যায়ন করার ওপর গুরুত্ব দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা ও কার্ডিওলজি বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেন, হার্ট ফেইলিওর একটি জীবন বিপন্ন রোগ। হার্ট ফেইলিওর ক্লিনিক এই রোগীদের উন্নত জীবনযাপনের জন্য চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কাজ করবে।

কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট আরিফ মোহাম্মদ সোহান হাসপাতালের রোগীদের বেশি সময় প্রদান, তাঁদের প্রতি যত্ন ও সহানুভূতির মাত্রা নিয়ে কথা বলতে চিকিৎসকেরা প্রতি আহ্বান জানান। হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা, ভবিষ্যতে রোগীর সুবিধার জন্য এ ধরনের প্রচেষ্টায় তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক হিরোশি কুমাজাকি, কার্ডিওভাসকুলার বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ মনিরুজ্জামানসহ আরও অনেকে।