বদরগঞ্জে এসিআই মোটরসের ‘গ্র্যান্ড ডেলিভারি উৎসব’

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ৮০টি সোনালিকা ট্রাক্টর দিয়ে নির্মিত ‘সোনালিকা’র বিশালাকার লোগোছবি: প্রথম আলো

বাংলাদেশের কৃষিতে দ্রুতগতিতে বাড়ছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার, যা বদলে দিচ্ছে দেশের কৃষির চিরচেনা দৃশ্যপট। গরু-মহিষের লাঙল আর কাস্তে-হাতুড়ির যুগ পেরিয়ে এখন কৃষি প্রবেশ করেছে পূর্ণাঙ্গ যান্ত্রিক যুগে। কৃষি যান্ত্রিকীকরণের এই যুগে ২০০৭ সালে সোনালিকা ট্রাক্টর দিয়ে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে প্রতিষ্ঠানটির ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে দেশের প্রায় তিন ভাগের এক ভাগ জমি চাষ হচ্ছে। যার ফলে সোনালিকা ট্রাক্টরের ২৬ হাজারেরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছেন, যা বাংলাদেশে সর্বাধিক বিক্রীত ট্রাক্টর ব্র্যান্ড।

বর্তমান আধুনিক কৃষিতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান এসিআই মোটরস প্রতিবছরের মতো এবারও আয়োজন করে ‘সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন’। যার মূল উদ্দেশ্য হলো আসন্ন কৃষি মৌসুমের জন্য গ্রাহকদের ট্রাক্টর প্রস্তুত রাখা। এই ক্যাম্পেইনের আওতায় বৃহস্পতিবার (২২ মে) রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘গ্র্যান্ড ডেলিভারি উৎসব’ আয়োজন করে এসিআই মোটরস, যেখানে একক স্থান থেকে ১০০টির বেশি সোনালিকা ট্রাক্টর গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।

উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ৮০টি সোনালিকা ট্রাক্টর দিয়ে নির্মিত ‘সোনালিকা’র বিশালাকার লোগো। এ ছাড়া উৎসবের মধ্যে ছিল গ্রাহকদের জন্য ফ্রি সার্ভিস ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআইয়ের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ট্রাক্টরমালিক, চালক, ডিলার, এজেন্ট ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ এসিআইয়ের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে উপস্থিত একজন গ্রাহক জানান, ‘আমার নিজস্ব কিছু জমি আছে। এগুলো চাষ করার জন্য সোনালিকা নিচ্ছি, ফিনিশিং ভালো, চাষও হয় ভালো। আমার মতো যাঁরা এখান থেকে গাড়ি নেবেন, তাঁদের নানা রকম পরামর্শ দিচ্ছেন এসিআই মোটরসের কর্মকর্তারা। এসব তথ্য জেনে আমরা উপকৃত হয়েছি।’

অনুষ্ঠানে আসা একজন ট্রাক্টরমালিক জানান, ‘গত বছরের মে মাসে একটি সোনালিকা-৭৫০ গাড়ি কিনেছিলাম। এ বছরের চলতি মাসেই সব টাকা শোধ করে দিয়ে এখন আমি ওই গাড়িটার মালিক। আজ বদরগঞ্জের (রংপুর) মেলায় একটা বড় আয়োজন, এখানে সোনালিকার শতাধিক গাড়ি বিক্রি হবে। তাই আরেকটি গাড়ি কেনার জন্য আমি এখানে এসেছি।’

এসিআই মোটরসের উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস বলেন, ‘আজকের এই আয়োজনে ১২৩টি সোনালিকা ট্রাক্টর একসঙ্গে ডেলিভারি করলাম। আমরা বছরে গড়ে ৩০০ থেকে ৫০০ ট্রাক্টর বিক্রি করি। কিন্তু রিসেন্টলি আমাদের টিম শুরু করেছে “ডেলিভারি সেলিব্রেশন ট্রেন্ড”। কারণ, সোনালিকা ধীরে ধীরে আমাদের ফার্মারদের লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে যাচ্ছে। আমরা অল্প ডাউন পেমেন্টে ৪৮ মাসের কিস্তিতে সোনালিকা ট্রাক্টর দিচ্ছি।’

তিনি আরও জানান, ‘আমরা যেহেতু ফার্মারদের লাইফস্টাইলের সঙ্গে অনেক বেশি যুক্ত, তাই আমাদের মিশনই হলো “টু ওয়েলথ ক্রিয়েশন ফর দ‍্য ফার্মার”।’

গ্র্যান্ড ডেলিভারি উৎসবে শুধু ট্রাক্টর নয়, আধুনিক কৃষিযন্ত্র যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচ পাম্প, ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেলও প্রদর্শন করা হয়।