‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিকে শোকজ

জাতীয় নাগরিক কমিটিফাইল ছবি

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না–রাখা নিয়ে গতকাল বুধবার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের সংগঠনের সংবাদ সম্মেলনে অংশ নেওয়ায় সংগঠনের এক প্রতিনিধি সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির ওই প্রতিনিধি হলেন সংগঠনের রাজধানীর ধানমন্ডি থানা শাখার প্রতিনিধি সদস্য শাহাদাৎ ফরাজী ওরফে সাকিব। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে এ নোটিশ দেওয়া হয়।

গতকাল পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না–রাখা নিয়ে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ মিছিলে হামলার ঘটনা ঘটে। পরে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ অভিযোগ করে, ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন তাদের ওপর হামলা করেছে। স্টুডেন্টস ফর সভারেন্টি এ অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাও। ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সদস্যদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজীর বিষয়ে জাতীয় নাগরিক কমিটিকে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

দুপুরের পর অভিযুক্ত শাহাদাৎ ফরাজীকে জাতীয় নাগরিক কমিটি কারণ দর্শানোর নোটিশ দেয়। সেখানে বলা হয়, এনসিটিবি কার্যালয়ের সামনে বিভিন্ন জাতিসত্তার নাগরিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি গতকাল সন্ধ্যায় সমাবেশ করে এবং হামলার বিচার চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে নিজস্ব সাংগঠনিক অবস্থান প্রকাশ করেছে। এমন অবস্থায় গতকাল রাত নয়টায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামের সংগঠনের সংবাদ সম্মেলনে আপনার উপস্থিতি লক্ষ করা গেছে। আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শানোপূর্বক লিখিত জবাব ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বরাবর পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।