ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কারিগরি পরামর্শ দেবে স্থপতি ইনস্টিটিউট

রাজধানীর ভবনগুলোয় অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কারিগরি পরামর্শ দেবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এ জন্য একটি সহায়তা কেন্দ্র ‘হেল্পডেস্ক’ চালু করেছে তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, পরামর্শ নিতে ভবন বা প্রতিষ্ঠানের মালিকদের একটি কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে হেল্পডেস্কের সুবিধা নেওয়া যাবে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ৫৫০০৭১৯৫-৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা ও সাধারণ জনগণের জননিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ। এই লক্ষ্যে একটি সহায়তা কেন্দ্র ‘হেল্পডেস্ক’ চালু করেছে। এই হেল্পডেস্ক থেকে নাগরিকদের জন্য ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে করণীয় বিষয়ে প্রাথমিক পরামর্শ দেওয়া হবে।

দুর্ঘটনার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক, ভবনের অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও নানাবিধ ভোগান্তি আইন মানতে জনসাধারণকে নিরুৎসাহিত করে। দুই, ব্যবহার পরিবর্তনের সময় উপযুক্ত পরামর্শক নিয়োগ না করা। তবে রাজউক সম্প্রতি ইলেকট্রনিক কনস্ট্রাকশন পার্মিটিং সিস্টেমের (ইসিপিএস) মাধ্যমে এই পরিস্থিতির অবসান করার একটি উদ্যোগ গ্রহণ করেছে।

অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কারিগরি পরামর্শ দিতে কিউআর কোড চালু করেছে স্থপতি ইনস্টিটিউট