আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চায় অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অনেক মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে। এতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন পাশে থাকে, সেটাই চাওয়া।
আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের যোগাযোগ বা আলাপ হয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আলাপ হয়েছে। আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা সম্ভাবনা সৃষ্টি করেছি। সেটায় যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে, সেটাই আমাদের চাওয়া। আমাদের যে নির্ধারিত লক্ষ্য, সেদিকে এগোচ্ছি। আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করছি, এ সরকার প্রকৃত সদিচ্ছা নিয়ে এগোচ্ছে।’
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে এই উপদেষ্টা বলেন, ‘মিডিয়া যে ভূমিকা নিয়েছে, সেটা আমরা অনেক দিন দেখিনি। এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। এ সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকে গণমাধ্যমের যে ভূমিকা থাকার কথা, সেটা নিচ্ছে। আপনারা এ ভূমিকা বজায় রাখুন। এ সমর্থন রাখুন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রশ্নে তিনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করেন। সেটা ভালো হবে। এ ব্যাপারে আমি খুব নিশ্চিত নই।’