মৌলভীবাজারে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ দুজন গ্রেপ্তার
দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকাশ দাস ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে উপজেলার ওই পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মামলাটি করেছেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা। গত মঙ্গলবার ছিল রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন।
মামলায় অভিযোগ করা হয়েছে, কর্মকর্তারা বেআইনিভাবে বহিরাগত ব্যক্তিদের ভোটদানে সহযোগিতা, দায়িত্ব পালনে অবহেলা ও নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করার অপরাধ করেছেন।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মঙ্গলবার বেলা দুইটা থেকে আড়াইটা দিকে কিছু লোক ব্যালট পেপারে সিল মারার চেষ্টা করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সওকত মাসুদ ভুইয়া আজ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখন তদন্তাধীন। মাত্র তদন্ত শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) ওই (পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওর মধ্যে কারা সিল মারছে, তা পাইনি। শুধু প্রিসাইডিং কর্মকর্তার বক্তব্য পাইছি।’ তিনি বলেন, ‘আরও ফুটেজ আছে কি না, তা সংগ্রহ করব। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলব। তদন্ত করে সবাইকে চিহ্নিত করা হবে।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুছ ছালেক প্রথম আলোকে বলেন, যারা সিল মারছে, জাল ভোট দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এ জন্য তাঁদের (প্রিসাইডিং কর্মকর্তাসহ) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।