সড়কে দাঁড়িয়ে থাকা টেম্পোতে ধাক্কা দিল বাস, একজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে দাঁড়িয়ে থাকা একটি টেম্পোতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। এতে টেম্পুর চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে চান্দগাঁও থানার এক কিলোমিটার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এম এ মান্নান উড়ালসড়কের এক কিলোমিটার অংশের সামনে যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিল টেম্পোটি। এ সময় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাস টেম্পোতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান এক নারী। গুরুতর আহত হন টেম্পোতে থাকা আবু তাহের (২৪), মো. সাঈদ (৪৬), মো. জুনায়েদ (২৭), মো. ইসহাক (৪৫) ও টেম্পোর চালক মো. সাহেদ (২৬)।

দুর্ঘটনার পরে আহত পাঁচ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।আহত অন্য দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা পর বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। চালককে আটক করতে অভিযান চলছে।